Breaking News

কোহলির ৭১টা একশ দেখেছি, ‘এমন ব্যাটিং জীবনেও দেখি নাই’: মাশরাফি

কোনো বিশেষণেই যেটাকে বিশেষায়িত করা যায় না- তেমনই এক ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক হয়ে গেলেন বিরাট কোহলি। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের।

২৩ বলে ১৫ রান করা কোহলিও ধুঁকছিলেন। সেখান থেকে তিনি খেললেন ৫৩ বলে অপরাজিত ৮২* রানের ইনিংস। যাতে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কার মার। স্ট্রাইকরেট ১৫৪.৭১।

কিন্তু স্রেফ পরিসংখ্যান দিয়ে কোহলির ইনিংসের মাহাত্ম্য ব্যখ্যা করা যাবে না। রুদ্ধশ্বাস ম্যাচটি ক্ষণে ক্ষণে রং বদলেছে। ভারত তো প্রায় হেরেই যাচ্ছিল। কিন্তু এই কঠিন সময়ে অসম্ভব ঠাণ্ডা মাথায়

নিজেকে উজার করে দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কিং কোহলি। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। তার এই ইনিংস দেখে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন,

‘কোহলির ৭১টা একশোর অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না। মাশরাফি আরও লিখেছেন, ‘উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা

ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার অ্যাটাক করা; তাও সাকসেসফুলি! কী পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি! একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নাই এবং তার খারাপ সময়টা ছিলো জাস্ট ফ্লুক।

আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই। আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই। হোয়াট আ ব্যাটসম্যানশিপ! আ কিং ইজ অলওয়েজ কিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *