যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট প্রদান করেছেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ওই ফ্ল্যাটের জন্য টিউলিপ কোনো অর্থ পরিশোধ করেননি। এই ফ্ল্যাটের বিনিময়ে কিছু নেয়া হয়নি। বিষয়টি নিয়ে যখন সংবাদ প্রকাশিত হয়, তখন তাকে নিয়ে ক্রমাগত চাপ বাড়ছে।
ডেইলি মেইলে বলা হয়েছে, টিউলিপের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি করেছে টোরি দল। তারা বলেছেন, টিউলিপকে তার সম্পত্তির লেনদেন সম্পর্কে পরিষ্কার অবস্থান নিতে হবে। তা ব্যাখ্যা না করলে তার মন্ত্রিত্ব অযোগ্য হয়ে যাবে।
ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় এই ফ্ল্যাটটি পেয়েছিলেন। এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৯ কোটি ৭৯ লাখ টাকা)।
এক সূত্র জানিয়েছে, আবদুল মোতালিফ, যিনি বর্তমানে ৭০ বছর বয়সী, এই ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছিলেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে, কারণ টিউলিপের পরিবার তাকে আর্থিকভাবে সাহায্য করেছিল।
আরও একটি ফ্ল্যাটের খবর প্রকাশিত হয়েছে, যেখানে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তিকে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল।
ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী আজমিনাকে উপহার দিয়েছিলেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার উপর দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চাপ রয়েছে।