Breaking News

নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে ব্যাটিং বিপর্যয়ে ‘ভারত’

মুম্বাইয়ে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিউজিল্যান্ডকে প্রথমে ২৩৫ রানে গুটিয়ে দিয়ে দারুণ শুরু করেছিল ভারত। ১ উইকেট হারিয়েই তুলে ফেলে ৭৮ রান। তবে শেষ বিকেলে হঠাৎ ধস দেখা গেল ভারতীয় ইনিংসে।

দ্রুত আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ওই ৪ উইকেট হারিয়েই ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করে রোহিত শর্মার দল। কিউইদের চেয়ে এখনো তারা পিছিয়ে ১৪৯ রানে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ৭২ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটার টম ল্যাথাম, ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে হারায় তারা।

তবে একপাশ আগলে ছিলেন তিনে নামা উইল ইয়ং। চতুর্থ উইকেটে ড্যারিয়েল মিচেলকে নিয়ে যোগ করেন ৮৭ রান। দলীয় ১৫৯ রানের মাথায় প্রতিরোধ ভাঙে ইয়ংয়ের। ৭১ রান করে বিদায় নেন তিনি।

ইয়ংয়ের বিদায়ের পর এক মিচেল ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ২৩৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১২৯ বলে ৮২ রান করেন

মিচেল। কিউইদের অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা ৫টি ও সুন্দর শিকার করেন ৪ উইকেট। বাকি উইকেটটি পেসার আকাশ দীপের।

নিউজিল্যান্ডের ২৩৫ রান অতিক্রম করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। আরও একবার ব্যর্থ হয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাটিং করেন দুই তরুণ

যশস্বী জয়সোয়াল ও শুভমান গিল। দলকে নিয়ে যান ৭৮ রান পর্যন্ত। এরপর এজাজ প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন জয়সোয়াল (৫২ বলে ৩০)। এরপর প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন

নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা মোহাম্মদ সিরাজ। তাতে শেষ বিকেলে বাধ্য হয়ে মাঠে নামতে হয় বিরাট কোহলিকে। মাঠে নেমে বিসর্জন দিতে হয় উইকেটও। রান নিতে গিয়ে গিলের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সরাসরি

থ্রোতে কোহলির পাশের উইকেট ভাঙেন ম্যাট হেনরি। তাতে পিছিয়ে থেকেই প্রথম দিন শেষ করে ভারত। নিউজিল্যান্ডের কাছে এরই মধ্যে প্রথম দুই টেস্টে হেরেছে ভারত। বেঙ্গালুরু ও পুনেতে কিউইদের কাছে পাত্তাই

পায়নি স্বাগতিকরা। তাই তৃতীয় ও শেষ এই ম্যাচটি তাই রোহিত শর্মার দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

কয়েকদিন পরই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে ভারত। সেই সিরিজের আগে জয়ের ধারায় ফিরতে চাইবে দলটি।

About admin

Check Also

গ্লোবাল সুপার লিগে দল পেলেন ‘তানজিম সাকিব’

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম সাকিব। ৫টি দেশের ৫ দলের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *