Breaking News

দশ মিনিট দেরিই বাঁচিয়ে দিল সেই প্রবাসীকে, ভেঙে পড়া বিমানে উঠতে পারেননি একটুর জন্য!

মাত্র ১০ মিনিটের জন্য বিমানে উঠতে না পেরে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেলেন ব্রিটেনপ্রবাসী ভূমি চৌহান। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে ১০ মিনিট দেরি হওয়ায় তিনি নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেননি—আর তাতেই যেন ঈশ্বর তাকে রক্ষা করলেন।

ভূমি চৌহান থাকেন যুক্তরাজ্যের ব্রিস্টলে। ছুটি কাটাতে ভারতে আসা ভূমির বৃহস্পতিবার (১২ জুন) দেশে ফেরার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AH-207 ফ্লাইটে। কিন্তু যানজটে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি তিনি।

ভূমি বলেন, “বিমান ধরতে মাত্র ১০ মিনিট দেরি হয়েছিল। তখন মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি—ঈশ্বর আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখনও পুরো শরীর কাঁপছে।”

ফ্লাইট মিস করার পর দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরে যান ভূমি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়ংকর সেই খবর—আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে গুজরাতের মেঘানিনগরে, একটি ছাত্রাবাসের ওপর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিমানটি মাত্র ৬২৫ ফুট উঁচুতে উঠেছিল, এরপরই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। ওই ফ্লাইটে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন ছিলেন। এপি ও রয়টার্স জানায়, এই দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালের বাইরে ছুটে আসেন যাত্রীদের আত্মীয়স্বজনেরা। দেখা যায় উৎকণ্ঠিত মুখ, কান্না, আর প্রিয়জনের খোঁজে ছুটে চলা এক করুণ দৃশ্য। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। মোতায়েন করা হয়েছে ১৩০ জন সেনাসদস্য, কুইক অ্যাকশন টিম, চিকিৎসক এবং অন্যান্য উদ্ধারকর্মী।

ভূমি বলেন, “এই দুর্ঘটনার কথা ভাবলেই শিউরে উঠছি। একটু আগেও আমি সেই ফ্লাইটে থাকার কথা ছিল, হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। এ যেন দ্বিতীয়বার জন্ম নেওয়া।”

এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার ও সহায়তার কাজ চললেও হতাহতের সঠিক সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সূত্রঃ আনন্দবাজার.কম

About admin

Check Also

বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের

ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *