Breaking News

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ভারতে বসে যা বললেন ‘হাসিনা’

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার

বিপ্লব বড়ুয়া সই করা এক বার্তা আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়। এতে শেখ হাসিনা উল্লেখ করেন, তার (ট্রাম্প) এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের

তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাৎ ও সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, তার (ট্রাম্পের) দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক

স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারকে সুস্বাস্থ্য,

দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

About admin

Check Also

বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব!

দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন তিনজন। বিভিন্ন সূত্র এবং দেশের প্রথম সারির কয়েকটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *