Breaking News

২৪ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে দল

মাত্র ২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে পুরো দল।  চট্টগ্রামে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও।

শান্ত ফেরার পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাকিব। রাজিথার ফুল অব সুইং ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটার। তৎক্ষণাৎ রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার। তাতে গোল্ডেন ডাকে ফিরতে হয় সাকিবকে।

সাকিবের গোল্ডেন ডাক, ২৪ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ২৪/৫ ( ৭ ওভার) (শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ৭*)

৪ উইকেট নেই বাংলাদেশের টসে জিতে ব্যাটিংয়ে নেমে হতাশার শুরু বাংলাদেশের। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে শান্ত খানিকটা থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। রাজিথার বলে বোল্ড হয়ে ফিরতে হয় ৮ রান করা এই ব্যাটার।

আবারও ব্যর্থ মুমিনুল ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। তবে তামিমের ফেরার পরের বলে চার মেরে রানের খাতা খোলায় খানিকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ককে।

তবে সেটা ধরে রাখতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। আসিথার আউট সাইড অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে খানিকটা দেরিতে ব্যাট চালিয়েছেন মুমিনুল।

তাতে এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ৯ রান করা এই ব্যাটারকে। ৬ রানে ২ উইকেট নেই বাংলাদেশের প্রথম ওভারে জয়কে হারালেও রাজিথার পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ রানের খাতা খুললেও জয়ের মতো শূন্যতে ফিরেছেন তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্যাভিলিয়নের পথে ফেরেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান।

দ্বিতীয় বলেই ফিরলেন জয় দিনের প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের বিপক্ষে আবেদন করেছিলেন পেসার কাসুন রাজিথা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে পরের বলেই জয়কে ফেরান ডানহাতি এই পেসার। এবার অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয়নি রাজিথাকে।

ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন জয়। বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন, খেলছেন মোসাদ্দেক । পঞ্চম দিনে গিয়ে ড্র হয়েছিল চট্টগ্রাম টেস্ট। তাতে ঢাকা টেস্ট দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাঈম হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে বছর তিনেক পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার।

এ ছাড়া পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে ঢাকা টেস্টের একাদশে এবাদত হোসেন। শ্রীলঙ্কার একাদশে লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রভীন জয়াবিক্রমা।

আর ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের মাঝ পথে ছিটকে যাওয়া বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলছেন কনকাশন সাব হিসেবে প্রথম টেস্ট খেলা কাসুন রাজিথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *