Breaking News

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা ভালো দলে পরিণত হবো: সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেট সাহসীদের খেলা। এখানে যে যত ভয়ডরহীন, সে তত সফল। এটাই অধিনায়ক চেয়েছিলেন। বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান বললেন, ভয়ডরহীন ক্রিকেটের সংস্কৃতিটা তৈরি করতে চেষ্টা করছেন তারা।

বাংলাদেশ ২০২৪ সালে ভালো টি-টোয়েন্টি দল নিয়ে বিশ্বকাপে যাবে, এই বিশ্বাসও মনের মধ্যে পুষে রেখেছেন সাকিব। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

১৫৭ রান তাড়া করতে নেমে জিতেছে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখে। দলের এমন ভয়ডরহীন ক্রিকেট নিয়ে বেশ খুশি সাকিব। ম্যাচের পর তিনি বলেন, ‘এটাই আমরা করতে চাই।

টি-টোয়েন্টিতে যখন আপনার বেশি কিছু ভাবনার সময় থাকে না, আপনার ভালো পারফর্ম করার জন্য ইনটেন্ট থাকতে হয়। এই জিনিসটাই আমরা ড্রেসিংরুমে তৈরি করার চেষ্টা করছি। সৌভাগ্যক্রমে আমরা সেটা মাঠে দেখাতে পেরেছি।

আশা করছি আমরা এই মানসিকতা ড্রেসিংরুমে এবং মাঠে দেখাতে পারব। সাকিবের চোখে ২০২৪ বিশ্বকাপ, যেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস করেন,

ওই বিশ্বকাপ আসতে আসতে ভালো একটা দলে পরিণত হতে পারবে টাইগাররা। সাকিব বলেন, ‘একটা ভালো শুরু হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে,

এটা খুব ভালো শুরু হয়েছে। আমরা এখন থেকেই সেটা বিল্ড করতে পারি। এখান থেকে ভালো কিছু পেতে পারি। যখন বিশ্বকাপ আসবে ততদিনে আমরা ভালো দলে পরিণত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *