Breaking News

১০ ওভারেই ৬ উইকেট নেই, বড় বিপদে বাংলাদেশ

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গেলে শুরুটা বেশ ভালো হতে হয়। সৌম্য সরকার আর নাজমুল হোসেনের কল্যাণে প্রথম ওভারে সেটাই পেয়েছিল বাংলাদেশ। সৌম্য হাঁকিয়েছিলেন দুই ছক্কা।

তৃতীয় ওভারে আনরিখ নরকিয়া এলেন আক্রমণে। এরপরই যেন লণ্ডভণ্ড হয়ে গেল বাংলাদেশের ইনিংস। পাওয়ারপ্লেতেই খুইয়ে বসল ৪ উইকেট। ১০ ওভারে ৭৪ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে দুই ছয়ের বিনিময়ে ১৫ রান করে আনরিখ নরকিয়া বলে ফিরে গেছেন এই মারকুটে ওপেনার।

সৌম্য ফিরে যাওয়ার দুই বল পরই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এদিন মোটে ৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। নরকিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রাজশাহীর এই ক্রিকেটার।

বাংলাদেশের তৃতীয় উইকেটটাও গেছে নরকিয়ার দখলেই। সাকিব আল হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

পাওয়ারপ্লের শেষ ওভারে রাবাদাকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আফিফও। তাতে বাংলাদেশ পাওয়ারপ্লেতে ৪৭ রান তুলতেই খুইয়ে ফেলে ৪ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *