Breaking News

সিরিজ বাচানোর লক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ: সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আজ রোববার (৩১ জুলাই) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে হতে যাওয়া এ ম্যাচে টাইগার একাদশে তেমন কোনো পরিবর্তনআনার সম্ভাবনা নেই।

আগের ম্যাচে জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ফেরানোর পাশাপাশি মাত্র চার রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রিচার্ড এনগারাভা।

তবে প্রথম ম্যাচে পেসারদের হতাশার পারফরম্যান্সে ছিটকে যেতে পারেন তাসকিন আহমেদ অথবা মুস্তাফিজুর রহমান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল

প্রথম টি-টোয়েন্টিতে পেসারদের নির্বিষ বোলিং টাইগারদের হারের বড় কারণ। হারারের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রাশ টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন। বিদেশের মাটিতে আরও

একবার ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। এদিকে পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কাটা পড়তে পারেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত।

গুঞ্জন আছে মুনিম শাহরিয়ারকে বসিয়ে অভিষেক করানো হতে পারে পারভেজ ইমনকেও। দ্বিতীয় ম্যাচে যে টাইগার দলে পরিবর্তন আসছে তা বলাই যায়।

আজ দ্বিতীয়বারের মতো স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই একই ভেন্যু হারারেতে, একই সময় বিকাল ৫টায়। এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের।

সে হিসাবে বাঁচা-মরার লড়াই। সিরিজ বাঁচাতে অবশ্য দলে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *