Breaking News

‘সাকিব’ বললেন এই সব কিছু মিডিয়ার সৃষ্টি!

বিশ্বকাপ বাছাই পর্ব পার করে বাংলাদেশের গ্রুপে এসেছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। শুরুতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল আসতে পারে।

অপেক্ষাকৃত দুর্বল দল আসাতে কি একটু স্বস্তিতে আছে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেছেন, এগুলো পুরোপুরি গণমাধ্যমের সৃষ্টি।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপে নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এর জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গে খেলি, প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস,

পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তাতে কোনো পরিবর্তন আসবে না। আর তারা কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং দল হিসেবেই এসেছে।

‘এই পারসেপশনও হয়তো আপনারা তৈরি করেছেন- নেদারল্যান্ডস আসাতে বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমাদের যে চিন্তা, এভাবে কখনো প্রস্তুতি নেই না;

মনে হয় না পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে যে কে আসলে ভালো,কে আসলে খারাপ। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর, যেটা ভালো সেটা করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই।

শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আসলে যে প্রস্তুতি নিতাম, অন্য দলের সঙ্গেও একই। যেটা আপনি বললেন স্বস্তির কি না, এটা অবশ্যই মিডিয়ার সৃষ্টি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *