Breaking News

শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ

শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ। পরিসংখ্যান শক্তিমত্তা বা মাঠের পারফরম্যান্স- সব দিক দিয়ে এগিয়ে থেকেই জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ দল। তবে এবারের লড়াই কাগজ-কলমের হিসাবে সীমাবদ্ধ থাকেনি।

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা। বুধবার পঞ্চাশ ওভারের সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য টাইগারদের। এই ম্যাচটি জিতে তলানিতে নামা আত্মবিশ্বাস বাড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) হারারেতে দলীয় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সংবাদমাধ্যমকে বলছিলেন কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয় দলের অবস্থা তেমনই।

আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি কিছু বাজে সিদ্ধান্ত। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি।

সিরিজ হেরেছি কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে, জিম্বাবুয়ে আছে ১৫ নম্বরে। সঙ্গে টানা ৫টি ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি টাইগারদের।

সে সব কাজে আসেনি। জিম্বাবুয়ে দল হিসেবে দেখিয়েছে তাদের সামর্থ্য। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সিকান্দার রাজা।

প্রতিপক্ষকে প্রশংসার বন্যায় ভাসিয়ে ডোনাল্ড বলেন জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে।

আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *