Breaking News

শুক্রবার, ৮’নভেম্বর রাজধানীতে ঐতিহাসিক সমাবেশের ডাক

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে র‍্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক

তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে।

এরপর কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে র‍্যালি অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,

শুক্রবার বিকেল ৩টায় র‍্যালিটি শুরু হবে। র‍্যালি শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন।

About admin

Check Also

বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব!

দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন তিনজন। বিভিন্ন সূত্র এবং দেশের প্রথম সারির কয়েকটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *