Breaking News

লিটনের ব্যাটিং প্র্যাকটিসে নেটে বল করছেন ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন !

বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা আজই প্রথম অনুশীলন করার সুযোগ পেয়েছে। এর আগে করোনাবিধির কারণে পুরো দল ১১ দিনের মতো বন্দি ছিল। ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে টাইগাররা অনুশীলন করেছে।হালকা ব্যয়াম থেকে শুরু করে নেটে ব্যাটিং-বোলিংও হয়েছে। দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজনকেও নেটে বোলিং করতে দেখা গেছে। বিসিবির পাঠানো ভিডিওতে অনুশীলনে নেটে ব্যাটিং করতে দেখা গেছে মুশফিককে। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে তাসকিন আহমেদ, আবু জায়েদরা নেটে বল করেছেন বর্তমানে এরাই পেস বোলিংএ শেষ ভরসা।

পেসারদের দেখা গেছে সংক্ষিপ্ত রান-আপে বোলিং করতে। ঘরের মাঠে সদ্যই প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া লিটন দাসকে বল করেন টিম ডিরেক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং মিডিয়াম পেসার খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিম খেলেন মেহেদী হাসান মিরাজের অফ স্পিনের বিপক্ষে।দুই-একদিন এভাবেই হালকা মেজাজে অনুশীলন চলবে বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙো। প্রথম টেস্টের আগে এখনও বেশ সময় আছে। তাই ডমিঙ্গো তাড়াহুড়ার কিছু দেখছেন না। আপাতত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য। সব কিছু ঠিক থাকলে আগামি  ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে শুরু হবে। এরপর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এর আগ পর্যন্ত বাংলাদেশের অর্জিত পয়েন্ট শূন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *