Breaking News

লিগ ওয়ানে শীর্ষস্থান মজবুত করতে রাতে মাঠে নামছে এমবাপ্পে-মেসিরা

বায়ার্নের কাছে দুই লেগে হেরে ইউরোপিয়ান সেরাদের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে পিএসজি। তবে লিগ ওয়ানে ঠিকই শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্যে রাতে

রেনের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। রোববার (১৯ মার্চ) ঘরের মাঠ পার্ক দ্য প্রাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ফরাসি জায়ান্টরা ফ্রেঞ্চ লিগে ২৭ ম্যাচ থেকে ২১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ায় এখন নিজেদের ঘরোয়া লিগ জিততে মরিয়া লিওনেল মেসিরা। শীর্ষস্থান পাকা করার ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ টেবিলের পাঁচে থাকা রেনে।

ইতোমধ্যেই ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। তবে ফিট আছেন আশরাফ হাকিমি, সার্জিও রামোসরা। তবে তাদের দলে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়।

লিগে ১০ পয়েন্ট লিড থাকার ফলে তরুণদের পরখ করে দেখতে পারেন কোচ গালতিয়ের। সেরা ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। মেসিও কম যান না। নিয়মিত মাঠে দ্যুতি ছড়াচ্ছেন।

এই দুজনের জুটি মাঠে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে দুজনই ছিলেন নিষ্প্রভ। এদিকে ম্যাচ ছেড়ে সবচেয়ে বেশি আলোচনায় লিওনেল মেসির চুক্তি।

কেননা চলতি জুনেই ক্লাবটির সঙ্গে শেষ হয়ে যাবে চুক্তি। চুক্তি নবায়ন করা হবে কি না, সেই প্রশ্ন সংবাদ সম্মেলনে শুনতেই হয় কোচ গালতিয়েরের। রেনের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজি কোচ গালতিয়ের বলেন,

রেনের বিপক্ষে অতীত ইতিহাসে আমরাই এগিয়ে। ইউসিএলে হারের ক্ষত ভুলে, লিগ ওয়ানে শীর্ষস্থান পাকা করার লক্ষ্য আমাদের। মেসি থাকছে কিনা এটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে সে দলে থাকলে তা হবে বাড়তি পাওয়া।

পিএসজির সম্ভাব্য একাদশ: ডোনারুম্মা, পেম্বেলে, পেরেইরা, বিটশিয়াবু, মেন্ডেস, ভেরাত্তি, জাইরে-এমেরি, ভিতিনহা, রুইজ, মেসি ও এমবাপ্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *