Breaking News

রমিজ রাজা- ‘এই ম্যাচই প্রমাণ করল ক্রিকেট কতটা নিষ্ঠুর’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি

উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পায় ভারত।

টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এমন হার কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, ‘ক্রিকেটে হারজিত আছে,

তবে পাকিস্তানের এমন হার আমাকে কষ্ট দিয়েছে। এই ম্যাচ প্রমাণ করে দিল ক্রিকেট কতটা নিষ্ঠুর। জয়ের কাছাকাছি থেকে হারল কেন? চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রবিবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের

অগ্নিগর্ভ ম্যাচে সৃষ্টি হয়েছে ‘নো বল’ বিতর্ক। ভারতের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের করা একটি ফুলটস ডেলিভারি বিরাট কোহলির কোমরের ওপরে ছিল। সেই বলে ডাউন দ্য উইকেটে এসে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন কোহলি।

সেই সঙ্গে তিনি আম্পায়ারের কাছে নো বলের আবেদনও জানান। কোহলির আবেদনের সাথেই আম্পয়ার বলটিকে ‘নো বল’ ঘোষণা করেন। এই আম্পায়ারিং নিয়ে কোনো মন্তব্য করব না বলে জানান রমিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *