Breaking News

মেসির প্রেরণায় অবসরকে এখনই না বললেন ‘নেইমার’

ব্রাজিলের জার্সিতে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড ছুঁলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে নেইমারের। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের

বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন ৩১ বছর বয়সি পিএসজি তারকা। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপেও তার স্বপ্ন ভেঙেছিল। তবে প্রিয় বন্ধু ও ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিততে দেখে

অবসরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন নেইমার। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আভাস দিলেন ব্রাজিলের প্রাণভোমরা।

নিজের পঞ্চম বিশ্বকাপে শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহানায়ক মেসি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মেসি তাই প্রেরণা নেইমারের, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রতিটি বছর ধরে এগোতে চাই।

দেখা যাক কী হয়। তবে আমার একটা বড় স্বপ্ন আছে, সেটা বিশ্বকাপ জয়। মেসি আমার প্রেরণা। সে সব সময় আমাকে সাহায্য ও অনুপ্রাণিত করে। ৩৫ বছর বয়সে তাকে বিশ্বকাপ জিততে দেখে আমিও এ নিয়ে ভাবছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *