Breaking News

মাঠের বাইরে বল কুড়াতেন চা-দোকানির ছেলে, স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া

মাঠের বাইরে বল কুড়াতেন চা-দোকানির ছেলে, স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া। মূলত মাঠের বাইরে বল কুড়াতে কুড়াতেই ক্রিকেটের প্রেমে পড়ে যান ইরান খন্দকার।

এক ক্রিকেটারের কল্যাণে বরিশাল স্টেডিয়ামে প্রথমবার খেলার সুযোগ পেয়ে দৃষ্টি কাড়েন বেসিক ক্রিকেট কোচিং একাডেমি কোচদের।

সেখান থেকে সুযোগ পান জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়। স্কুল ক্রিকেটে জেলা, বিভাগীয় ও জাতীয় রাউন্ড মিলিয়ে ৫ ম্যাচ খেলে ইরান শিকার করেছেন ১২ উইকেট। ইনিংসে ৫ উইকেট রয়েছে একটি।

বরিশাল আসমত আলী খান ইনস্টিটিউটের হয়ে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে খেলা শেষে ইরান বলেন, আমি নিজেকে ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে চাই। প্রতিনিধিত্ব করতে চাই জাতীয় দলে।

ডানহাতি এই লেগি নিজের পরিবার নিয়ে বলেন, বাবা-মা, দুই ভাই ও বোনকে নিয়ে আমাদের পরিবার। বাবা অসুস্থ, কাজ করতে পারেন না। সংসার টানছেন মা।

মায়ের চায়ের দোকান আমাদের পরিবারের আয়ের একমাত্র উৎস। কোনোরকমে খেয়ে-পরে বেঁচে আছি। মা-বাবা আমাকে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলেছেন।

ইরান আরও বলেন, আমার স্বপ্ন বড়মাপের ক্রিকেটার হওয়া। লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে খেলা। বাবা-মা চান আমি সংসারের হাল ধরি। ক্রিকেটের মাধ্যমে অভাব দূর করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *