Breaking News

ভারতের মাটিতেই ভারতকে মাত্র ৬৬ বলে ১০ উইকেটে হারালো ‘অস্ট্রেলিয়া’

নিজেদের মাঠে রঙ্গিন পোশাকে ভারতের মতো দলের ব্যাটিং লাইনআপ স্রেফ ধসিয়ে দিলেন মিচেল স্টার্ক। এই গতিতারকার পাঁচ উইকেট শিকারের ম্যাচে স্বাগতিক ভারতকে স্রেফ উড়িয়ে দিল অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্টিভেন স্মিথের দল জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তাও ৩৯ ওভার হাতে রেখে!বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয় ভারত।

দলীয় ৩ রানেই মিচেল স্টার্কের বলে শুভমান গিলের (০) বিদায়। স্টার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। এরপর ‘গোল্ডেন ডাক’ মারা সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুলকেও (৯) তুলে নেন স্টার্ক।

ভারত ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। মিডল অর্ডারে নেমে অক্ষর প্যাটেল ২৯ বলে ১ চার ২ ছক্কায় অপরাজিত ২৯ রান না করলে ভারতের স্কোর তিন অংকে যেত না।

৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক। সিন অ্যাবট নেন ২৩ রানে ৩টি, নাথান এলিস ২টি। রান তাড়ায় নেমে হেসেখেলে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। ভারতের পাঁচ বোলারের কেউই দুই অজি ওপেনার ট্রাভিস

হেড আর মিচেল মার্শকে বিপাকে ফেলতে পারেনি। ২৯ বলে ফিফটি তুলে নেওয়া হেড অপরাজিত থাকেন ১০ বাউন্ডরিতে ৫১* রানে। অন্যদিকে ২৮ বলে ফিফটি করা মিচেল মার্শও ৬৬ রানে অপরাজিত ছিলেন।

এই ওপেনার ৬টি বাউন্ডারির পাশাপাশি ৬টি ছক্কা হাঁকিয়েছেন। তাদের দারুন ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *