Breaking News

ব্রাজিলে নেইমারদের দায়িত্ব নিতে আগ্রহী জার্মানীর বিশ্বকাপজয়ী কোচ!

কাতার বিশ্বকাপের ব্যর্থতায় ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। ব্রাজিলের এই কোচের পদত্যাগের পর থেকেই কোচশূন্য ব্রাজিল। বর্তমানে র‍্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়ে

স্থায়ী কোচের খুঁজে রয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। গুঞ্জন রয়েছে, ব্রাজিলের দায়িত্বে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী কোচকে। ২০১৪ সালে জার্মানীর বিশ্বকাপজয়ী

কোচ জোয়াকিম লো’কে ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে দেখা যেতে পারে। জোয়াকিম লো নিজেও আগ্রহ প্রকাশ করেছেন নেইমারদের কোচ হতে। তিনি বলেন, ‘আবারও ফুটবলে দায়িত্ব নিতে চাই।

এই খেলার মতো মজা কোথাও নেই। ফুটবল দেখে আমি বেশ অনুপ্রাণিত হই। ২০২১ ইউরোর পর জার্মানির কোচের দায়িত্ব ছাড়েন জোয়াকিম লো। এরপর লম্বা সময় কোনো

দায়িত্বে না থাকলেও আবারও কোচ হিসেবে ডাগআউটে ফিরতে চান তিনি। এর আগে, ১৫ বছর জার্মানদের কোচ ছিলেন লো। তার অধীনে জার্মানরা ১৯৮ ম্যাচ খেলে জিতেছিল ১২৫ ম্যাচ, ৩৯ ম্যাচ ড্র এবং ৩৪ ম্যাচ হেরেছিল।

জোয়াকিম লো’র অধীনেই ২০১৪ বিশ্বকাপ ও ২০১৭ ফিফা কনফেডারেশন কাপ জিতেছিল জার্মানি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ এপ্রিলে ইউরোপ সফর করবেন।

সেই সফরেই সম্ভাব্য কোচদের সাথে তিনি আলোচনায় বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই ইউরোপ সফর শেষেই নেইমারদের কোচ কে হতে পারেন সে ব্যাপারে আভাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *