Breaking News

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রকিকে কেনার আলোচনায় জোর দিল ‘বার্সেলোনা’

ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিতর রকিকে কিনতে চায় ইউরোপের শীর্ষ পর্যায়ের বেশ কিছু ক্লাব। তবে আলোচনায় বার্সেলোনা এগিয়ে। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া রকিও ক্যাম্প ন্যুতে আসতে চান।

হতে চান রবার্ট লেভানডভস্কির উত্তরসূরী। ‘নতুন রোনালদো নাজারিও’ খ্যাতি পাওয়া ওই তরুণকে কেনার আলোচনায় জোর দিয়েছে কাতালান ক্লাবটি। সংবাদ মাধ্যম রেলেভো এমনটাই দাবি করেছে।

তারা জানিয়েছে, রকির ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের সঙ্গে নতুন আলোচনা শুরু করেছে বার্সা। এর আগে বার্সেলোনা রকির জন্য ২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো জানিয়েছিলেন, ওই প্রস্তাবে সাড়া দেয়নি ব্রাজিলের ক্লাবটি। সেজন্য দামও বাড়াচ্ছে বার্সা। সংবাদ মাধ্যম রেলেভো জানিয়েছে, তাকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।

বার্সেলোনা নতুন এবং তরুণ স্ট্রাইকারের খোঁজে দলবদলের বাজারে আছে। চলতি মৌসুমে তারা ৩৫ বছর বয়সী রবার্ট লেভানডভস্কিকে দলে ভিড়িয়েছে।

কিন্তু তার থেকে আগামী দুই মৌসুমের বেশি সার্ভিস পাওয়া কঠিন। সেজন্য ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজে চোখ রাখছেন হুয়ান লাপোর্তরা। রকিও বার্সার পছন্দের তালিকায় শীর্ষে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *