Breaking News

বিয়ের পরেই সুখবর মিললো ওপেনার মুনিম শাহরিয়ারের !

বিয়ের পরেই সুখবর মিললো ওপেনার মুনিম শাহরিয়ারের ডাক পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজের টি-টুয়েন্টি ফর্মেটে। সিনিয়র ক্রিকেটাররা না থাকাই সব ম্যাচেই সুযোগ মিলবে নিজেকে প্রমান করার।

গত ২২ জুলাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। তার দু’দিন পর ২৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের দিয়েছিলেন সেই সুখবর।

আর বিয়ের দিন চারেক পর এবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন তিনি। তার সঙ্গে সোমবার দিবাগত রাতে জিম্বাবুয়ে সফরে অংশ নিতে বিমানে চড়বেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং পেসার হাসান মাহমুদও।

বিসিবি সূত্রে জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে রাত ১.৪০ মিনিটে হারারের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই ৩ ক্রিকেটার। তাদের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও মুজাদ্দেদ সানিও।

তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের দুটি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। বাংলাদেশের ক্রিকেটাররা দুই ভাগে আফ্রিকার দেশটির উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি দলের বাকি সদস্যরা ২৭ জুলাই এবং ওয়ানডে দলের যারা টি-টোয়েন্টি স্কোয়াডে নেই তারা আগামী ২৯ জুলাই দিবাগত রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।

তাদের এই সফরে অবশ্য দলের বিদেশি কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য সঙ্গী হবেন না। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যাবেন অস্ট্রেলিয়া থেকে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের শ্রীলঙ্কা থেকে যাওয়ার কথা আছে। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই।

৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের মতো এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ।

স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *