Breaking News

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে ‘আর্জেন্টিনা’

২০২২ সালটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর্জেন্টিনার জন্য। ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী পায়ে ভর করে তিন যুগের অপেক্ষার পর বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের।

আকাশী-সাদাদের উৎসবের রেণু মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। এদিকে, গেল ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ীরা আবারও মাঠে নামছেন। সবকিছু ঠিক থাকলে

আগামী মার্চে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে মেসি ও ডি মারিয়াদের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

যদিও এখনও চূড়ান্ত হয়নি কাদের বিপক্ষে খেলবে মেসিরা। প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে।

গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে ফের মাঠে দেখতে মুখিয়ে আছেন আলবিসেলেস্তে সমর্থকরা। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে যাচ্ছে।

এদিকে, প্রীতি ম্যাচের আগেই লিওনেল স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে। টিওয়াইসি বলছে, বিশ্বকাপজয়ী এ কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে আছে।

এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জানা যাচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্ক্যালোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *