Breaking News

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ম্যাচসেরা হলেন সাকিব, সিরিজসেরা আদিল রশিদ

চট্টগ্রামে এসে ভাগ্য বদলালো বাংলাদেশের। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।

টাইগারদের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব।

৭১ বলে ৭ চারের সাহায্যে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তার ব্যাটে লড়াকু পুঁজি পায় টাইগাররা। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা সাকিব এদিন বল হাতেও চমক দেখান।

ইংল্যান্ডকে ১৯৬ রানে গুটিয়ে দেওয়ার পেছনে বড় অবদান রাখেন সাকিব। ১০ ওভারে ৩৫ রান খরচায় বাঁহাতি এই স্পিনার নেন ৪টি উইকেট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।

২৯৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামেন সাকিব। ফিল সল্ট, জেসন রয়, জেমস ভিন্স এবং রেহান আহমেদকে আউট করে ৩০০ উইকেট পূর্ণ করেন এই অলরাউন্ডার।

এদিকে, পুরো ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *