Breaking News

বিশ্বকাপ: মাইকেল জোন্সের ঝরো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে বড় লক্ষ্য দিলো স্কটল্যান্ড

টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে ম্যাচই খেলেছেন মাত্র দুটি। তাতে খুব একটা মেলেও ধরতে পারেননি নিজেকে। কিন্তু বিশ্বমঞ্চে এসে ঠিকই নিজের জাত চেনালেন স্কটল্যান্ডের ২৪ বছর বয়সী ব্যাটার।

বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে চমকে দিয়েছেন মাইকেল জোন্স। ডানহাতি এ ব্যাটারের দুর্দান্ত ইনিংসে আয়ারল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। বেলেরিভ ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে স্কটিশ ব্যাটাররা।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। শুরুতেই তারা জর্জ মুনসেকে (১) হারিয়েছিল। তবে এরপর জোনসের দায়িত্বশীল

ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে।

৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার।এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *