Breaking News

বিশ্বকাপ: ক্যাচ মিসের মহড়ায় বাংলাদেশের হার, সেমিফাইনালে পাকিস্তান!

সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে। শাদাব খানের বলে বাজে আম্পায়ারিংয়ের নজির দেখিয়ে যদি সাকিবকে ওই আউটটা না দেয়া হতো, সাকিব যদি আউট না হতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো।

এমনকি সেই ভিন্ন চিত্রের কারণে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারতো। ব্যাটে বল লাগলেও সাকিব বিতর্কিত লেগ বিফোর দেওয়া হলো। অস্ট্রেলিয়ার মিডিয়া যেটাকে বলছে ‘ডাকাতি’।

থার্ড আম্পায়ারের ওই ‘ভুলেই’ যেন সেমিফাইনালে খেলার ‘স্বপ্ন চুরি’ হলো বাংলাদেশের। ভালো রানের আশা দেওয়া দলটা স্কোরবোর্ডে জমা করতে পারলো ১২৭ রান। তবু বোলাররা লড়লেন।

১১ বল থাকতে ৫ উইকেটে হারলেও নাসুম-তাসকিনরা চাপ তৈরি করলেন। ওই জয়ে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। ভারত-জিম্বাবুয়ে ম্যাচের শেষ বল পর্যন্ত আশায় থাকার কথা জানিয়েছিলেন পাকিস্তান ব্যাটার শান মাসুদ।

বাংলাদেশ পেসার তাসকিন বলেছিলেন, অলৌকিক কিছু তো ঘটতেও পারে। দিনের প্রথম ম্যাচেই সেই ‘অঘটন’ কিংবা ‘অলৌকিক ঘটনা’ ঘটে যায়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিদায় করে দেয় ডাচরা।

এক ম্যাচ হাতে থাকতে ভারতকে সেমিফাইনালে তুলে দেয়। স্বপ্ন বাঁচিয়ে দেয় বাংলাদেশ ও পাকিস্তানের। শেষ চারের যে প্রত্যাশা পূরণ হলো পাকিস্তানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *