Breaking News

বিশ্বকাপে রউফের হুংকার- ‘ভারতীয়রা আমাকে খেলতে পারবে না’

ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আর কথার লড়াই হবে না―এটা হতেই পারে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামী ২৩ অক্টোবর মুখোমুখি হবে এশিয়ার চিরশত্রু দুই দেশ।

একটু আগেভাগেই ভারতকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ম্যাচের ভেন্যু মেলবোর্ন তার ‘ঘরের মাঠ’।
তিনি মনে করেন, বল হাতে নিজের সেরাটা দিতে পারলে ভারতীয় ব্যাটাররা তাকে খেলতে পারবেন না।

এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন হারিস রউফ। এশিয়া কাপে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। এর মাঝে একটি ভারত অধিনায়ক রোহিত শর্মার।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট শিকারি। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। বিশ্বকাপে সেই চাপ আরো বেড়ে যায়।

কিন্তু এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে ততটা চাপ অনুভব করিনি। নিজের সেরাটা দিতে পেরেছি।  সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ব্যাটারদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার,

‘আমি যদি নিজের সেরাটা দিতে পারি, তাহলে তারা (ভারতীয় ব্যাটার) আমাকে খেলতে পারবে না। বিশ্বকাপের ম্যাচ মেলবোর্নে হবে বলে আমি খুব খুশি। ওটা আমার ঘরের মাঠ।

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। ওই মাঠ সম্পর্কে আমার ধারণা আছে। ভারতের বিপক্ষে কিভাবে বোলিং করব, সেটা নিয়ে আমি এখন থেকেই পরিকল্পনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *