Breaking News

বিশ্বকাপে মাহমুদউল্লাহকে ফেরানোর দাবিতে ফের মিরপুরে ভক্তদের মানববন্ধন

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ঘোষিত দলে জায়গা হারানোর পর গেল সপ্তাহে তার ভক্ত-অনুরাগীরা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটে মানববন্ধন করেন।

এরপর আজ শুক্রবার বিকাল ৪ টার পর আবারও মানববন্ধনে নামেন রিয়াদের ভক্তরা। দাবি মোদের একটাই, রিয়াদ ভাইকে দলে চাই; দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই

লাল সবুজের পতাকায়, রিয়াদ ভাইকে দেখা যায়; দুর্দিনের রিয়াদ ভাই, আমরা তোমায় ভুলি নাই।’ –এমন বিভিন্ন সব স্লোগান দিতে থাকেন রিয়াদের ভক্তরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও ভক্তদের চাওয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দলে যেন সুযোগ পান রিয়াদ। মানববন্ধনের সময় এক ভক্ত বলেন,

‘ত্রিদেশীয় সিরিজে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়ার পর যদি তিনি পারফর্মম্যান্স ভালো করতে না পারেন তাহলে তখন বাদ দিয়ে দিক। যদি সেখানে পারফর্মম্যান্স ভালো করে তাহলে অবশ্যই রিয়াদ ভাইয়ের যতদিন খুশি খেলতে দেওয়া উচিত।

অন্য আরেক ভক্ত বলেন, ‘বিসিবির কাছে আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদ ভাইকে চাইই চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই একজন গেম চেঞ্জার ক্রিকেটার। তাকে আমরা ফেরত চাই বিশ্বকাপ দলে।

দেশের স্বার্থে তাকে আবারো বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এই আবেদন জানাচ্ছি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান,

আফিফ হোসেন, নাসুম আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *