Breaking News

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ‘শ্রীলঙ্কা’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী শ্রীলঙ্কা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল নামিবিয়া। যদিও প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চিয়তার খেলা। তবে, টি-টোয়েন্টিতে ম্যাচের লাগাম যাদের হাতে থাকবে, শেষ পর্যন্ত জয় তাদেরই। সে কারণে অভিজ্ঞতার মূল্য এখানে অনেক বেশি।

সে হিসেবে অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্য সব বিবেচনায় অবশ্যই ফেবারিট শ্রীলঙ্কা। নামিবিয়াকে হারিয়ে শুভ সূচনা করতে চায় দাসুন সানাকার দল।

এই সহজ সমীকরণ সামনে রেখে গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস করতে নেমে জয় হয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ে পাঠালেন নাবিমিয়াকে।

প্রথম ম্যাচেই যে নামিবিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে- তার আর বলে দিতে হয় না। আফ্রিকান দলটির ব্যাটসম্যান স্টিভেন বার্ড তবু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,

প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে প্রস্তুত! এদিকে  ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্ড বলেন, ‘শ্রীলঙ্কা ভালো দল। মাত্রই এশিয়া কাপ জিতে তারা এখানে খেলতে এসেছে এবং এখন ভালো ক্রিকেট খেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *