Breaking News

বিপিএলে কোন দলের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল ?

চলতি মউসুমে বিপিএল খেলতে আসবেন অনেক নামি দামি প্লেয়ারেরা এর মধ্যে অনেকেই কে কোন দলের হয়ে খেলবেন সেটা নিশ্চিত করে ফেলেছেন । টি-২০ জনপ্রিয় মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল খেলবেন ঢাকার হয়ে এমনটায় নিশ্চিত হয়া করেছেন তিনি। আর পাঁচটা ক্যারবীয় ক্রিকেটারের মতো না তিনি। সব সময় হাসি-তামাশা, নাচ-গানে মত্ত থাকেন না আন্দ্রে রাসেল। তবে প্রাণচাঞ্চল্য ভরপুর তার মধ্যেও। আনন্দে-উৎফুল্লেও কখনো ভাটা পড়ে না। সেটা অবশ্য সব সময় পারফর্ম করার কারণে।তার হাতেই উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সবশেষ আসরের শিরোপা। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করেই রাজশাহী রয়্যালসকে প্রথম শিরোপা এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

কিন্তু বিপিএলে এবারের আসরে রাসেলের অংশগ্রহণ নিয়ে ছিল একপ্রকার অনিশ্চয়তা। প্রথমে শোনা গিয়েছিল ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। পরে প্লেয়ার্স ড্রাফটেও তার নাম ওঠেনি। তখন ধরা হচ্ছিল তাহলে হয়তো এবারের বিপিএলে খেলবেন না রাসেল।তবে এখনকার শেষ খবর হলো, আন্দ্রে রাসেল ঠিকই অংশ নেবেন এবারের বিপিএলে। আর তার দল এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এখনও নাম চূড়ান্ত হওয়া দলটিই এবার টি-টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা তারকাকে দলে ভিড়িয়েছে। তার মানে দেশের ক্রিকেটের তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে আন্দ্রে রাসেলকেও। এছাড়াও ঢাকার হয়ে খেলবেন অনেক নামিদামি ক্রিকেটারা সাথে দেশি ক্রিকেটারেরাতো থাকছেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *