Breaking News

বিগত ৩২ বছরের বিশ্বকাপে সবচেয়ে খারাপ অবস্থান থেকে বিদায় নিয়েছে ‘ব্রাজিল’

তারকায় ঠাসা ব্রাজিল এবারের বিশ্বকাপে ছিল হট ফেবারিট। কিন্তু তাদের শেষটা হলো ভীষণ হতাশায়। গত ৩২ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল নিয়ে বিশ্বকাপ শেষ করেছে সেলেসাওরা।

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং ইংল্যান্ড বাদ পড়ার পর পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে, ব্রাজিল এবার বিশ্বকাপ শেষ করেছে সপ্তম স্থানে থেকে। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই সবচেয়ে খারাপ ফল সেলেসাওদের।

৩২ বছর আগে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিল নবম হয়েছিল। এরপর প্রতিটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। ১৯৯৪ এবং ২০০২ সালে হয়েছে চ্যাম্পিয়নও।

১৯৯৮ বিশ্বকাপে তারা বিদায় নেয় ফাইনালের মঞ্চ থেকে। ২০০২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ বিশ্বকাপে হয় পঞ্চম, ২০১০ সালে ষষ্ঠ, ২০১৪তে চার নম্বর আর ২০১৮ সালে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপ শেষ করে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *