Breaking News

বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে ফের বৃষ্টির বাধা, খেলা শুরু হতে বিলম্ব

বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে ফের বৃষ্টির বাধা যার কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে । সেন্ট লুসিয়া টেস্টের তিন দিনেই হেরে যেত বাংলাদেশ, যদি না বারবার হানা দিত বৃষ্টি। আজ সোমবার চতুর্থ দিনেও যথারীতি বৃষ্টির হানা।

আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে সেন্ট লুসিয়ায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল দুদিনই সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে। অর্থাৎ যদি তায় হয় র খেলা মাঠে না গড়াই তাহলে ম্যাচের ফলাফল হবে ড্র যেটা বাংলাদেশের জন্য মঙ্গল জনক।

সেন্ট লুসিয়া টেস্টে ইনিংস হার এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৪২ রান, হাতে রয়েছে চার উইকেট। উইন্ডিজকে ৪০৮ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে কূল-কিনারা করতে পারেনি বাংলাদেশ।

দিনের দ্বিতীয় সেশনেই মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত শেষ সেশনে আরও তিন উইকেট খুইয়ে সাকুল্যে ১৩২ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া খবরে বৃষ্টি থেমেছে। পানি জমেছে মাঠের কিছু জায়গায়। ভেজা আউটফিল্ড শুকানোর কাজ চলছে। ম্যাচ যথাসময়ে (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হয়নি।

উইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৮ রানের জবাবে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১১৮ রানে নেই হয়ে গেছে ৬ উইকেট।

১৭৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশ ৬ উইকেটে ১৩২ রান তুলে আজ ইনিংস হারের শঙ্কায়। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪২ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। এখনও ইনিংস হার এড়াতে প্রয়োজন ৪৩ রানের। দুই অপরাজিত ব্যাটার নুরুল হাসান সোহান (১৬*) এবং মেহেদী হাসান মিরাজ (০*) কি পারবেন ইনিংস হার এড়াতে। নাকে বৃষ্টিই হবে টাইগারদের জন্য আশীর্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *