Breaking News

বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি মাঠ ভেজা থাকাই টস হতে বিলম্ব

মাঠ ভেজা থাকাই টস হতে বিলম্ব হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সবকিছু ঠিকঠাক থাকলে উইন্ডসর পার্কে ১৮৭৫ দিন পর ক্রিকেট ফেরার কথা এতক্ষণে। তবে বেরসিক বৃষ্টি আর তা হতে দিলো কই? গতকাল থেকে ডমিনিকার আকাশ কেঁদে চলেছে থেমে থেমে।

সে কারণেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরুতে হচ্ছে একটু দেরি। গতকাল শুক্রবার থেকেই ডমিনিকায় বৃষ্টি হচ্ছে। তবে এখন বৃষ্টির তেমন নেই। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে।

এর মধ্য দিয়েই মাঠ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাঠ শুকানোর। সে চেষ্টায় অনেকটাই সফল তারা। একটু আগে ম্যাচ অফিসিয়ালরা মাঠে ঘুরে গেছেন। উইকেট, আউটফিল্ডের পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন দুজনে।

তবে অসন্তুষ্টিটা সৃষ্টি হয়েছে বোলিং মার্ক নিয়ে। সেই জায়গাটা এখনো শুকায়নি। সে কারণে এখনো দুই অধিনায়ক টসেও নামতে পারেননি। সে কারণে ম্যাচ শুরুতেও দেরি হচ্ছে বেশ।

বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে আবারও মাঠ পরিদর্শনে আসবেন ম্যাচ অফিসিয়ালরা। তাদের সবুজ সংকেত পেলেই অধিনায়করা টস করতে আসবেন মাঠে।

ভেজা মাঠের কারণে খেলা শুরুতে দেরি হলেও ওভার কমে আসার সম্ভাবনা তেমন নেই। প্রয়োজনে এক ঘণ্টা বেশি খেলার কথা আছে টি-টোয়েন্টি সিরিজে। সেটা হলে নির্ঘুম রাতের দৈর্ঘটাও আরও এক ঘণ্টা বাড়বে। আগে থেকেই বার্তা ছিলো গত কয়েকদিন জাবত থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো ডমিনিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *