Breaking News

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলে সমালোচিত শান্তর রেকর্ড

তাকে নিয়ে সমালোচনা ছিল, আছে। নাজমুল হোসেন শান্ত সব সমালোচনাকে পাশ কাটিয়েই এগিয়ে যাচ্ছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। এবারের বিপিএলেও শান্ত দেখালেন ব্যাটের ঝলক।

সেটা শুধু এক-দুই ম্যাচ নয়, নিয়মিতই রানের ফোয়ারা ছুটিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ব্যাটার। এবারের আসরে সেরা রান সংগ্রাহক তো হয়েছেনই। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলে

অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন শান্ত। বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারেননি। শান্ত এবার করেছেন ৫১৬ রান।

বাংলাদেশি কোনো ব্যাটারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটি এতদিন ছিল মুশফিকুর রহিমের। ২০২০ সালের বিপিএলে ৪৯১ রান করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল।

আর সব মিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে ৫৫৮ রান করেছিলেন তিনি। শান্ত আছেন বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ঠিক তার পরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *