Breaking News

প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ ‘এ’ -এর চ্যাম্পিয়ন ‘ব্রাজিল’

একদিনে আর্জেন্টিনা যখন হারছিলো, তখন ব্রাজিল অব্যাহত রেখেছে তাদের জয়রথ। আগের ম্যাচেই সুপার সিক্স নির্ধারণ করে ফেলেছিলো নেইমারদের উত্তরসূরীরা। শেষ ম্যাচটা ছিল তাদের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশন।

সে কাজেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্যারাগুয়ে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ -এর শেষ ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

সে সঙ্গে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে পৌঁছালো সেলেসাওরা। সুপার সিক্সে প্রতিটি দলকে খেলতে হবে ৫টি করে ম্যাচ।  এখনও পর্যন্ত তিনটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে তাদের।

৬ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের। ৯ ফেব্রুয়ারি খেলতে নামবে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে এবং ১২ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ের। তার আগে ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি আরও দুটি ম্যাচ খেলবে তারা।

এদিকে চলতি আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নেয় তারা।তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে আজ জিততেই হতো।

সেই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *