Breaking News

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েই সমালোচনায় মাতলেন ‘শহিদ আফ্রিদি’

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের পর প্রধান নির্বাচক হয়েছিলেন শহিদ আফ্রিদি। সদ্য শেষ হওয়া পাকিস্তান–নিউজিল্যান্ড সিরিজে তিনি এই দায়িত্বে ছিলেন। সিরিজ শেষে পিসিবি তাকে পূর্ণ মেয়াদে প্রধান নির্বাচক করার প্রস্তাব দিয়েছিল।

কিন্তু আফ্রিদি সেই প্রস্তাব গ্রহণ না করে উল্টো পিসিবির সমালোচনায় মেতেছেন! অধিনায়ক বাবর আজমকেও তিনি ছাড় দেননি। পাকিস্তানের ‘সামা টিভি’র একটি অনুষ্ঠানে আফ্রিদি বলেছেন,

‘প্রধান নির্বাচক হিসেবে পিসিবি আমার মেয়াদ বাড়াতে চেয়েছিল। কিন্তু চ্যারিটির পাশাপাশি বেশ কিছু জায়গায় আমি কথা দিয়ে রেখেছি। তাই এটা সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে আমি অনূর্ধ্ব–১৯ পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে কাজ করতে চাই।

এরপরই আফ্রিদি শুরু করেন সমালোচনা। এমনিতেই বাবর আজম তার অপছন্দের লোক। তাই আফ্রিদির সমালোচনা থেকে পাকিস্তান অধিনায়কও ছাড় পাননি। আফ্রিদি বলেছেন,

‘আমি বিশ্বাস করি বাবরের অধিনায়ক হিসেবে উন্নতির প্রচুর জায়গা আছে। তবে আমি তিন সংস্করণে তিন অধিনায়কের পক্ষে নই। এর বদলে টেস্ট আর ওয়ানডের জন্য একজন, টি–টোয়েন্টির জন্য ভিন্ন একজনকে নেতৃত্ব দেওয়া যেতে পারে।’

শুধু বাবরের অধিনায়কত্বই নয়, বাঁহাতি ব্যাটার শান মাসুদকে সহ-অধিনায়ক করাটাও পছন্দ হয়নি আফ্রিদির। তাই পিসিবি প্রধান নাজাম শেঠির সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘শান মাসুদকে সহ–অধিনায়কত্ব দেওয়া উচিত হয়নি।

পিসিবি চেয়ারম্যানের উচিত, অধিনায়ক বা প্রধান নির্বাচককে আস্থায় নেওয়া। সহ–অধিনায়ক হিসেবে মাসুদ আমার বা বাবরের বিবেচনায় ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *