Breaking News

পাকিস্তানের চ্যালেঞ্জিং পুঁজি, লোয়ার অর্ডারে ভর করে ২৭৫ রান সংগ্রহ !

পাকিস্তানের চ্যালেঞ্জিং পুঁজি, লোয়ার অর্ডারে ভর করে ২৭৫ রান সংগ্রহ করেছে তারা।  ইমাম-উল-হক আর বাবর আজম মিলে পাকিস্তানকে ভালো একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন।

কিন্তু হঠাৎ ধসের মুখে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৮ উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আনপ্রেডিক্টেবল দলটি।

মুলতানে দিবারাত্রির সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ফাখর জামান (১৭) অল্প রানে ফিরে গেলেও পরে ইমাম আর বাবর ১২৮ বলে ১২০ রানের জুটি গড়েন।

৭২ বলে ৬ বাউন্ডারিতে ৭২ রান করা ইমাম রানআউট হয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর বাবরও আউট হন সত্তরের ঘরে (৯৩ বলে ৫ চার আর ১ ছক্কায় ৭৭)। হঠাৎ বড় ধাক্কা খায় পাকিস্তান। ২০ রানে হারিয়ে বসে ৪টি উইকেট।

২ উইকেটে ১৮৭ থেকে ৬ উইকেটে ২০৭ রানে পরিণত হয় স্বাগতিকরা। লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে লোয়ার অর্ডারের দারুণ ব্যাটিং।

শাদাব খান (২৩ বলে ২২), খুশদিল শাহ (৩১ বলে ২২), মোহাম্মদ ওয়াসিম (১৩ বলে অপরাজিত ১৭) আর শাহিন শাহ আফ্রিদি (৬ বলে ১৫) দলকে ২৭৫ পর্যন্ত নিয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৩টি, অ্যান্ডারসন ফিলিপ আর আলজেরি জোসেফ নেন দুটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *