Breaking News

পাকিস্তানি পেসার জুনায়েদ খানের প্রশ্ন ‘ভারতীয়রা কি অন্য গ্রহের’

এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। হাইব্রিড পদ্ধতিতেও হচ্ছে না আসর। এতে এশিয়া কাপের আসর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার জুনায়েদ খান।

বিশ্বের অন্য দলের পাকিস্তান সফরে আসতে সমস্যা না হলে ভারতীয় দলের এতো সমস্যা কেনো, এমন প্রশ্নও তুলেছেন তিনি, ‘পাকিস্তানের পরিস্থিতি খুব ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড,

দক্ষিণ আফ্রিকার মতো দল আসা মানে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে ভারত কেন পাকিস্তান সফরে আসছে না? এর পেছনে কারণ কী? তারা কি অন্য গ্রহ থেকে আসায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল?

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া দেখা হয় না দুই দলের। সেই এসিসির ইভেন্টেও দুই দলের মুখোমুখি হওয়া এখন অনিশ্চিত। ওদিকে ভারত পাকিস্তান সফরে না আসলে

পিসিবিও বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে এর আগে মন্তব্য করেছে। জুনায়েদ খান মনে করেন আইসিসির উচিত এই সমস্যার সমাধান বের করা। পাকিস্তান ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি,

‘আইসিসি এই সমস্যার মধ্যস্থতা করা উচিত, কারণ পাকিস্তান ছাড়া ক্রিকেট অসম্ভব। পাকিস্তান কোন ছোট দল নয়। ক’দিন আগের আইসিসির সেরা (ওয়ানডে) দল ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *