Breaking News

পন্টিংকে ছুঁলেন কিং কোহলি, এখন শুধুই সামনে আছেন ‘শচিন’

পন্টিংকে ছুঁলেন কিং কোহলি, এখন শুধুই সামনে আছেন ‘শচিন’। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা কাটল বিরাট কোহলির। প্রায় তিন বছর অপেক্ষা করার পরে সেঞ্চুরির খরা কাটল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৫৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কোহলি। সেই সাথে গড়ে ফেললেন নয়া নজির। প্রথম প্লেয়ার হিসেবে এশিয়া কাপে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কিং কোহলির।

আফগানিস্তানের বিরুদ্ধে দুই বছর ৯ মাস ১৬ দিন পর সেঞ্চুরি করলেন কিং কোহলি। ১০২০ দিন আগে শেষ বার হেলমেট খুলে ব্যাট তুলেছিলেন আকাশে। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় তিন নম্বরে ছিলেন কোহলি।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়ে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।

তারা দুজনেই এখন সব ফরম্যাট মিলিয়ে ৭১টি করে শতকের মালিক। পন্টিংকে ছুঁতে কোহলির ১০২০ দিন অপেক্ষা করতে হয়েছে। এখন তার সামনে শুধু শচিন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে শচিন করেছেন ১০০টি শতরান।

খেলেছেন ৬৬৪টি ইনিংস। ১০০টি শতরানের মধ্যে টেস্টে ৫১টি ও এক দিনের ম্যাচে ৪৯টি শতরান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কোহলি ৭১টি শতরান করেছেন ৪৬৭টি ইনিংসে।

তার মধ্যে টেস্টে ২৭টি, এক দিনের ক্রিকেটে ৪৩টি ও টি-টোয়েন্টি ক্রিকেটে একটি শতরান রয়েছে তার। পন্টিং ৭১টি শতরান করতে নিয়েছেন ৫৬০টি ইনিংস। টেস্টে ৪১টি ও এক দিনের ক্রিকেটে ৩০টি শতরান করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *