Breaking News

পছন্দের ক্রিকেটার ‘প্রিয় সাকিব ভাই’র সঙ্গে কথা বলার শখ পাকিস্তানের আমাদ বাটের

আমাদ বাট, পাকিস্তান জাতীয় দলে খেলেননি কখনও। তাই বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের কাছে তার নামটিও অচেনা। ২৭ বছর বয়সী মিডিয়াম পেসার এবারই বিপিএলে প্রথম খেলতে এসেছেন খুলনা টাইগার্সের হয়ে।

রংপুর রাইডার্সের সাথে প্রথম ম্যাচ উইকেট পাননি। তবে একই দলের সাথে ৭২ ঘণ্টা পর ফিরতি ম্যাচেই বল হাতে নিজেকে মেলে ধরেন পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটের এ পেসার। ১৬ রানে তুলে নেন ৩ উইকেট।

আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আমাদ বাটের ঝুলিতে জমা পড়েছে ১ উইকেট (২৬ রানে)। বাংলাদেশে খেলতে এসে অল্প কদিনের মধ্যে এখানকার ঐতিহ্যবাহী খাবারের ভক্ত হয়ে গেছেন আমাদ বাট। প্রশংসা করলেন এদেশের আতিথেয়তার।

শুধু তাই নয়, আমাদ জানিয়ে দিলেন তার প্রিয় ক্রিকেটারও একজন বাংলাদেশি-সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে আপনার প্রিয় ক্রিকেটার কে? শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে বাটের সোজাসাপ্টা জবাব

, ‘আমার মনে হয় সাকিব ভাই।’ আমাদ বাট আরও বলেন, ‘সাকিব ভাই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। পুরো দুনিয়াজুড়ে ক্রিকেট খেলে বেড়ান। এখনও মনে হয় দুনিয়ার এক নম্বর অলরাউন্ডার। মানুষ হিসেবেও উনি ভালো।

বাংলাদেশ দলকে নিয়ে এগিয়ে চলেছেন, এখানে বিপিএলকেও। আমার ইচ্ছে আছে, সাকিব ভাইয়ের সাথে কথা বলার। উনার সঙ্গে কথা বলা ভালোই হবে। পিএসএলেও খেলেছেন, কিন্তু ওরকম কোনো কথা হয়নি।

নিজ দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকেও মনে ধরেছে বাটের। তার কথা, ‘তামিম ভাই যেমন ভালো খেলোয়াড় , তেমন ভালো মানুষ। তিনি দলকে একসঙ্গে করার চেষ্টা করছেন, করেছেনও।

সিনিয়র হওয়ায় উনার বেশি দায়িত্বও আছে। প্রথম কয়েক ম্যাচ ভালো করতে পারেননি, কিন্তু এখন ভালো করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *