Breaking News

নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই আরও এক রেকর্ডের মালিক ‘সাকিব’

এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটার বিশ্বে রয়েছেন তিন জন। সবশেষ এই তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে আজ সোমবার সাকিব আল হাসানের নাম যুক্ত হলো।

অস্ট্রেলিয়ার হোবার্টে আজকের ম্যাচ দিয়ে ভারতের রোহিত শর্মা এবং দিনেশ কার্তিকের সাথে সবকয়টি বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের ক্লাবে যুক্ত হলেন টাইগার অধিনায়ক সাকিব।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। সেই বিশ্বকাপ আসরে সাকিব তরুণ ক্রিকেটার হিসেবে থাকলেও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।

ঠিক ১৫ বছর পরে এসেও সাকিব এখন রয়েছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে, সঙ্গে এবার আছে অধিনায়কের গুরুদায়িত্বও। সাকিবের সাথে এই তালিকায় যুক্ত হতে পারত মাহমুদউল্লাহ রিয়াদের নামও।

তবে বাংলাদেশের বিশ্বকাপের ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি রিয়াদের। এছাড়া অবসর না নিলে বিশ্বকাপ দলে থেকে এ রেকর্ডের অংশীদার হতে পারতেন মুশফিকুর রহিমও।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এখন পর্যন্ত বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলে ২৬.৮৪ গড়ে রান করেছেন ৬৯৮ রান। ব্যাটের পাশাপাশি বল হাতেও নিজের সক্ষমতা দেখিয়েছেন সাকিব।

বল হাতে ১৭.২৯ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। সাকিবের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০০ এর অধিক রান এবং কমপক্ষে ৩০ উইকেট নেয়া ক্রিকেটারের মধ্য আরেকজন হলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

তারকা এই অলরাউন্ডারের সংগ্রহ ৫৪৬ রান এবং ৩৯ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *