Breaking News

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতের ১১ ক্রিকেটারকেই জরিমানা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জিতেছে স্বাগতিক ভারত। দলটির তরুণ ওপেনার শুভমন গিল ২০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। রোহিত শর্মার দল ৩৪৯ রানের সংগ্রহ পায়।

ব্ল্যাক ক্যাপসদের মাইকেল ব্রেসওয়েল লোয়ার মিডল অর্ডারে সেঞ্চুরি পাওয়ায় দুর্দান্ত লড়াই করেছে কেন উইলিয়ামসনকে ছাড়া খেলতে নামা দলটি। জয়ে শুরু হওয়া সিরিজে কিউইদের বিপক্ষে ভারতের দলে

থাকা ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। বিসিসিআই থেকে ভারতীয় ক্রিকেটাররা ওয়ানডে খেলার জন্য ৬ লাখ রুপি করে ম্যাচ ফি পান।

ওই হিসেবে প্রতি ক্রিকেটারের ৩ লাখ ৬০ হাজার রুপি করে কাটা গেছে। জরিমানা হওয়ার কারণ ভারতীয় ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে পারেননি।

তাই বলে বিলম্বে ম্যাচ শেষ করায় জন্য এতো জরিমানা করা হবে? এই প্রশ্ন উঠতেই পারে। তবে নিয়মের মধ্যেই জরিমানা হয়েছে রোহিতদের। ওয়ানডে ক্রিকেটের নিয়ম অনুযায়ী,

নির্ধারিত সময়ে ইনিংস শেষ না হলে ফিল্ডিংয়ে থাকা দলকে জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী, এক ওভার বিলম্বে শেষ হলে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। রোহিত শর্মা নির্ধারিত সময়ের পরে

ইনিংস শেষ করতে তিন ওভার বোলিং করিয়েছেন। সেজন্য তার দলের সকলকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।  ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে’র দ্বিতীয়টি খেলতে শনিবার মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *