Breaking News

নাসুমের ৩ -মিরাজ ৩ ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে বিপর্যয়ে: দেখুন সর্বশেষ স্কোর

একের পর এক ভেলকি দেখিয়ে চলেছেন নাসুম আহমেদ। শামার ব্রুকসকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়ার পর সম্ভাব্য বিপজ্জনক ব্যাটার শাই হোপ এবং ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানকেও আউট করলেন এ বাঁহাতি স্পিনার।

যার ফলে পঞ্চাশের আগেই চার ব্যাটারকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান। নাসুমের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৪৫ বল খেলে ১৮ রান করেছেন শাই হোপ, রানের খাতা খুলতে পারেননি পুরান।

এর আগে কাইল মায়ার্স ১৭ ও শামার ব্রুকস সাজঘরে ফিরেছেন ৫ রান করে। গায়ানায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

একাদশে তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। ফিল্ডিংয়ে নেমে মোসাদ্দেকের হাতেই তুলে দেওয়া হয় প্রথম ওভারের দায়িত্ব। তবে দুই ওভারের সংক্ষিপ্ত স্পেলে তেমন কিছু করতে পারেননি এ ডানহাতি অফস্পিনার।

অপরপ্রান্তে মোস্তাফিজুর রহমানও উইকেটের দেখা পাননি। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে উদ্বোধনী জুটিতে রয়েসয়ে খেলছিলেন মায়ার্স ও হোপ। কিন্তু পঞ্চম ওভারে মেহেদি মিরাজ আক্রমণে আসতেই তেড়েফুঁড়ে মারতে যান হোপ।

কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি। মিরাজের ঝুলিয়ে দেওয়া আর্ম বলে এগিয়ে মারতে গিয়েছিলেন হোপ। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। কিন্তু সেটি গ্লাভসবন্দী করতে পারেননি সোহান।

ফলে হাতছাড়া হয় প্রথম সুযোগ। একই বলে উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া হোপকে স্টাম্পিং করতে পারতেন সোহান। কিন্তু বলের বদলে তার হাত লেগেই ভেঙে যায় স্টাম্প। ফলে একই বলে দুই আউট থেকে বেঁচে যান হোপ।

বাংলাদেশের বিপক্ষে হোপের অতীত পরিসংখ্যান উজ্জ্বল। আজকের আগে ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ১১ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে প্রায় ৮৫ গড়ে ৭৬০ রান করেছেন হোপ।

ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসেই হোপকে সাজঘরে প্রায় ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার ওভারের প্রথম পাঁচ বলে রান নিতে পারেননি হোপ। শেষ বলটি হালকা ঝুলিয়ে অফস্টাম্পের ওপর করেন নাসুম।

রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েও ব্যাটে লাগাতে পারেননি হোপ, বল চলে যায় সোহানের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে তাৎক্ষণিকভাবে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান হোপ।

প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে মাত্র ২৬ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম স্পেলে দুই ওভার করার পর ১১তম ওভারে ফের আক্রমণে আনা হয় মোসাদ্দেককে। তার দারুণ এক অফস্পিনেই সরাসরি বোল্ড হন মায়ার্স।

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভোগানো মায়ার্স ৩৬ বলে ১৭ রান করে আউট হয়েছেন। প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন নাসুম। কিন্তু ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।

উইকেটের এই অপেক্ষা বেশি দীর্ঘায়িত করেননি ২৭ বছর বয়সী এ স্পিনার। মায়ার্সের পর ব্রুকসকে বেশিক্ষণ টিকতে দেননি নাসুম। নিজের প্রথম তিন ওভারে দুইটি মেইডেন করা নাসুম চতুর্থ ওভারের তৃতীয় বলে হজম করেন বাউন্ডারি।

ঘুরে দাঁড়াতে মাত্র এক বল লাগে তার। সেই ওভারের পঞ্চম বলেই নাসুমের আর্মারের জবাব খুঁজে পাননি ব্রুকস। নিজের পরের ওভারটি মেইডেন করেন নাসুম। এরপর ব্যক্তিগত ষষ্ঠ ও ইনিংসের ১৭তম ওভারেই দেখান জোড়া ভেলকি।

ওভারের চতুর্থ বলে হাঁটু গেড়ে সুইপ করেছিলেন শুরু থেকে রক্ষণাত্মক খেলতে থাকা হোপ। কিন্তু গতির তারতম্যের কারণে বল লাগে হোপের ব্যাটের ওপরের কানায়।

আকাশে উঠে যাওয়া বলটি শর্ট মিড উইকেট থেকে খানিক পেছনে দৌড়ে দারুণভাবে তালুবন্দী করেন মোসাদ্দেক। এক বল পর সাজঘরের পথ ধরেন পুরান। রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ক্যারিবীয় অধিনায়ক।

ইনিংসের ১৭তম ওভারটি শেষে নাসুমের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৬-৩-৯-৩; ছয় ওভারে তিন মেইডেন, নয় রান দিয়ে তিন উইকেট। এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত সর্বশেষ স্কোর ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ- ৮৬/৯ (৩০ ওভার) (পাউল ১০*, শেফার্ড  ২; নাসুম ৩/১৬, মিরাজ ৩/১৯ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *