Breaking News

দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ক্রিকেটার হিসাবে রিজওয়ান নতুন রেকর্ড-৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩!

দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ক্রিকেটার হিসাবে রিজওয়ান নতুন রেকর্ড। ব্যাট হাতে স্বপ্নে মতো সময় কাটাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও রানের বন্যা বইয়ে দিচ্ছেন। সিরিজ শেষ হওয়ার আগেই এই পাকিস্তানি ব্যাটার গড়ে ফেলেছেন একটি রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের স্কোরগুলো হলো – ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩। পাঁচ ম্যাচে তাঁর মোটরান ৩১৫। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে তিনশ’র বেশি রান করলেন রিজওয়ান।

দ্বিপক্ষীয় সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পথে রিজওয়ান টপকে গেছেন সার্বিয়ার লেসলি ডানবারকে। বুলগেরিয়ার বিপক্ষে ৪ ইনিংসে ডানবার করেছিলেন ২৮৪ রান।.

ডানবারের আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে, ৫ ইনিংসে কক করেছিলেন ২৫৫ রান। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে আরো দুটি ম্যাচ বাকি। রিজওয়ান কোথায় গিয়ে তিনি থামেন, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *