Breaking News

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনিতেও বৃষ্টি হয়েছে। তবে টসে বিলম্ব হয়নি।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস হেরেছেন। শুরুতে বোলিং করবে তার দল। বৃষ্টির পরে মাঠ পরিচর্যা শেষ হয়েছে। ম্যাচে শুরুতে তাই বিলম্ব হবে না। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, আবার ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।

পুরো ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা কম। তবে সংক্ষিপ্ত সংস্করণ বৃষ্টিতে আরও সংক্ষিপ্ত হয়ে আসতে পারে। সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে।

মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বিকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে মেহেদি মিরাজকে। দক্ষিণ আফ্রিকাও একাদশে এক পরিবর্তন এনেছে।

সিডনির উইকেটে স্পিন ধরে সেজন্য পেসার লুঙ্গি এনগিডিকে বাদ দিয়ে লেগ স্পিনার তাবরেজ শামসিকে একাদশে রেখেছে প্রোটিয়ারা। সাকিব জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন।

তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় রান তাড়া করতেও সমস্যা নেই। দলে একজন বাড়তি স্পিনার খেলছে। এটা নিজেদের প্রমাণের ম্যাচ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ: ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *