Breaking News

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কেশব মহারাজ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পিনার কেশব মহারাজ। অন্যদিকে নারী বিভগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।

ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিলেন মহারাজ ও খাকা। ২০২১-২২ মৌসুমে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়।

টেস্টে বর্ষসেরা হয়েছেন পেসার কাগিসো রাবাদা। আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে বর্ষসেরার খেতাব পেয়েছেন জানেমান মালান ও এইডেন মার্করাম।

বিগত মৌসুমে তিন ফরম্যাট মিলিয়ে ৭১ উইকেট নেন মহারাজ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাট্রিক এবং দু’বার ইনিংসে সাত উইকেট করে শিকার করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনিংসে রেকর্ড সাতটি করে উইকেট নেন মহারাজ। ৮ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেন রাবাদা।

৮ ম্যাচের ৭ ইনিংসে ৫০৯ রান করে ওয়ানডের সেরা ক্রিকেটার মালান। তার ব্যাটিং গড় ৮৪.৮৩। দেশটির টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা অবস্থানে এইডেন মাকরাম।

প্রায় দেড় শ’ স্ট্রাইক রেটে ৩৯১ রান করেছেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তিন নম্বরে আছেন মার্করাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *