Breaking News

তিন ফরম্যাটেই আইসিসির বর্ষসেরা হয়ে ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ জিতলেন ‘বাবর আজম’

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারের জিতেছেন আগেই। এবার তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন বাবর আজম।

পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’র দখল নিলেন বাবর। গত বছর পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই ট্রফি জিতেছিলেন শাহিন শাহ আফ্রিদি।

তিন ফরম্যাট মিলিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪টি ম্যাচে মাঠে নেমেছেন বাবর। ৫৪.১২ গড়ে করেন ২৫৯৮ রান। সেঞ্চুরি করেন ৮টি, হাফসেঞ্চুরি ১৫টি। বাবরের সঙ্গে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের

দৌড়ে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদি। তাদের পেছনে ফেলে সেরা হয়েছেন বাবর। এ বছর ছেলেদের বিভাগে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের সূর্যকুমার যাদব।

ওয়ানডেতে বাবর এবং টেস্টে জিতেছেন বেন স্টোকস। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার মার্কো জানসেন।

ছেলেদের বিভাগে বর্ষসেরা পুরস্কারের তালিকা
বর্ষসেরা ক্রিকেটার: বাবর আজম (পাকিস্তান)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: বেন স্টোকস (ইংল্যান্ড)

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: বাবর আজম (পাকিস্তান)
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: সূর্যকুমার যাদব (ভারত)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)

আইসিসি বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা (অস্ট্রেলিয়া), ক্রেগ ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বেন স্টোকস (অধিনায়ক/ইংল্যান্ড),রিশাভ পান্ত,

(উইকেটরক্ষক/ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিয়ন (অস্ট্রেলিয়া) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক/পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শ্রেয়াস আইয়ার (ভারত), টম লাথাম (উইকেটরক্ষক/নিউজিল্যান্ড), সিকান্দার রাজা

(জিম্বাবুয়ে), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক/ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড),

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), স্যাম কারান (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), জশ লিটল (আয়ারল্যান্ড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *