Breaking News

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে কোথায়? জেনে নিন

অবশেষে লর্ডসেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী বছরের জুনে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে চলতি আসরের ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে, এটা ঠিক হয়েছিল আগেই। কোন ভেন্যুতে হবে ফাইনাল, সেটা অবশ্য এখনো চূড়ান্ত করেনি আইসিসি। তবে ২০২১ সালে হতে যাওয়া এই ম্যাচের জন্য অন্যদিকে ছাড় দিতে হবে লর্ডসকে।

একই সময়ে হতে যাওয়া দুটি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের যেকোনো একটিকে সরিয়ে ফেলতে হবে লর্ডস থেকে।

প্রথম আসরে প্রাথমিকভাবে লর্ডসই ছিল ফাইনাল ম্যাচের ভেন্যু। কিন্তু তখনও ইংল্যান্ডের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, লর্ডসের বদলে সাউদাম্পটনের আগাস বোলে হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি।

সাউদাম্পটনে মাঠের সঙ্গে লাগোয়া টিম হোটেল থাকার কারণে জৈব সুরক্ষা বলয় সুরক্ষিত রাখা সহজ ছিল আয়োজকদের পক্ষে। তবে এখন সারা বিশ্বে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অনেক দেশেই উঠে গেছে করোনার বিধিনিষেধ।

তাই এবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লর্ডসেই ফাইনাল ম্যাচটি আয়োজন করতে চায় আইসিসি। শুক্রবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের চা বিরতির সময় বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল প্রোগ্রামে এই কথা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বারক্লে।

তিনি বলেছেন, ‘আমার মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু থেকেই লর্ডসেই হওয়ার কথা ছিল। সবসময় এটিই চাওয়া ছিল। যেহেতু এখন করোনা বিধিনিষেধ উঠে গেছে, তাই লর্ডসে ফাইনাল আয়োজনে কোনো বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *