Breaking News

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন ‘বেন স্টোকস’

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করলেও কোনো ছক্কা হাঁকাতে পারেননি বেন স্টোকস। তবে শনিবার দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন দুটি ছক্কা।

আর এতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংলিশ দলপতি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টোকসই এখন সর্বোচ্চ ছক্কার মালিক। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে কিউই পেসার স্কট কুগেলেইনকে ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েছেন স্টোকস।

ইংলিশ অধিনায়ক যার রেকর্ড ভাঙলেন সেই ব্রেন্ডন ম্যাককালাম এখন ইংল্যান্ডেরই টেস্ট কোচ। কোচের সামনেই কোচের রেকর্ড ভাঙলেন ইংলিশ অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাককালাম। ১১ টেস্ট কম খেলেই ম্যাককালামকে পেছনে ফেলেছেন স্টোকস। ৯০ টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা এখন ১০৯টি।

টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্টোকস-ম্যাককালামের পরেই রয়েছেন ক্রিস গেইল (১০০), অ্যাডাম গিলক্রিস্ট (৯৮) ও জ্যাক ক্যালিস (৯৭)। কিউই পেসার টিম সাউদির রয়েছে ৭৬টি ছক্কা।

এ ছাড়া ভারতের রোহিত শর্মা ৬৬ ও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ৬৪টি ছক্কা মেরেছেন টেস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *