Breaking News

টেস্টে ফর্মেটে আমরা ভালো দল হয়ে গেছি প্রশ্নই আসে না: বিসিবির প্রধান ‘পাপন’

টেস্টে ফর্মেটে আমরা ভালো দল হয়ে গেছি বা ভাল ক্রিকেট খেলি এটা আসলেই কোন প্রশ্নই হতে পারেনা এমনি এক বক্তব্যে বিসিবির প্রধান নাজমুল হাসন পাপন বলেন। তিনি আরুও বলেন যে, ওয়েস্ট ইন্ডিজ সফর মানেই হতাশার।

আর সেটা মোটামুটি ক্রিকেটের সব ফরম্যাটেই। এর মধ্যে টেস্টের অবস্থা বড়ই কাহিল। চলমান টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও জয়ের পথে স্বাগতিকরা।

টেস্টে কবে বাংলাদেশ ফিরবে স্বমহিমায়। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২২ বছর কেটে গেলেও তার উত্তর কারো জানা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, পথ অনেক বাকি।

টেস্টে ভালো দল হয়ে গেছি, এটা বলার সময় আসেনি। তবে পাপনের দাবি, ওয়েস্ট ইন্ডিজে এবার আগের তুলনায় ভালো করছে দল। ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য লিগের জমে থাকা বেশ কয়েক বছরের ট্রফি প্রদান অনুষ্ঠানে বিসিবির প্রধান পাপন বলেন।

এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই।

সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি। আমি মনে করি সে দিক থেকে ভাল করেছে দল।

তিনি আরো বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্বল দিক এখনো টেস্ট। সত্যি বলতে, টি-টোয়েন্টিতেও আমরা আহামরি কোনো দল নই। তবে অনেক দেশ, যারা এখন অনেক অনেক ভালো করছে টেস্টে, তাদের ইতিহাস যদি দেখেন, ২০-২২ বছরে তাদের পারফরম্যান্সও ভালো ছিল না।

‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তার মানে সবগুলো যে জিতে যাব, তা নয়। আমরা কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাঠে, শক্তিশালী দলের সাথে।

এটা একটা উন্নতি। বিদেশে গিয়েও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। কিন্তু তাই বলে আপনারা যদি মনে করেন, অলরেডি আমরা ভালো দল হয়ে গেছি, প্রশ্নই আসে না। এখনো অনেক পথ যেতে হবে টেস্টে, অনেক পথ বাকি। সেটা নিয়ে আমরা কাজ করছি।

ক’দিন আগে বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলেছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সে প্রসঙ্গে পাপন বলেন, ‘সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতের প্রায় ২৬ বছর লেগেছিল প্রথম ম্যাচ জিততে।

এত অস্থির হলে হবে না। আপনারা আরেকটা ব্যাপার দেখেন, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে ৮ টার মধ্যে মাত্র দুটি সিরিজ জিততে পেরেছে (আদতে সিরিজ নয়, ম্যাচ)। তার মানে কি নিউজিল্যান্ড খারাপ দল হয়ে গেল? খেলার সব দিকটাই দেখতে হবে। ওয়েস্ট ইন্ডিজে চেনা কন্ডিশনে অবশ্যই ওরা ভাল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *