Breaking News

টি-টোয়েন্টি ফর্মেট থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বিদায় দিচ্ছে ‘বিসিবি’

টি-টোয়েন্টি ফর্মেট থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বিদায় দিচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার প্রতিফলন দেখা যেতে পারে আসন্ন এশিয়া কাপ থেকে। এই সংস্করণে সাফল্য পেতে কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি আভাস দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০ ওভারের কোচিং স্টাফ থেকে বাদ পড়তে পারেন অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথরা। যার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে বোর্ড।

ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সঙ্গে ভবিষ্যতের ভাবনা জানিয়ে আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করেন পাপন।

পাপন বলেন আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সব কিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমান খেলা ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না।

তার সঙ্গে আমাদের যে চুক্তি অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে। বুঝতে হবে। এটা এত সহজ না। মানসিকতার একটা ব্যাপার আছে। যোগ করেন পাপন টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই।

এসব নিয়ে চিন্তা ভাবনা করে আলাদা করার কথা ভাবছি। যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব।

তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব নাকি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নিতে আগামী রোববার বাংলাদেশে আসবেন শ্রীরাম।

আসন্ন এশিয়া কাপে ডমিঙ্গো-শ্রীরাম দুইজনই দলের সঙ্গে থাকবেন কি-না সেটি এখনো পরিষ্কার করেননি বোর্ড সভাপতি। জানান ২২ আগস্ট কোচিং স্টাফের সঙ্গে ডাকা বৈঠকের পর সবকিছু খোলাসা হবে।

পাপন বললেন এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *